প্রিন্ট এর তারিখঃ Dec 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
মধুপুরে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, পরিদর্শক ও সহকারি দের কর্মবিরতি শুরু

দীর্ঘ দুই যুগ অতিক্রম হলেও নিয়োগ বিধি চুড়ান্ত না হওয়ায় আন্দোলনে নেমেছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিদর্শক ও সহকারীরা। মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অধিনে কর্মরতরা ২ডিসেম্বর মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেছে। বিরামহীনভাবে এই কর্মসুচি চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।
কর্মবিরতি চলাকালে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা মধুপুরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে মানববন্ধন করে। এ সময় তারা বলেন ২৬ বছর আগে আমাদেরকে রাজস্বখাতের অধীনে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা যথাযথ বিধি মেনে গ্রামে গ্রামে গিয়ে নিরাপদ প্রসব, নবজাতক ও প্রসবোত্তর সেবা, গর্ভকালীন সেবা, স্বাস্থ্য ও পুষ্টি সেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণসহ নানামুখি সেবা দিয়ে আসছি। কিন্তু অদ্যাবধি আমাদের নিয়োগবিধি চুড়ান্ত না হওয়ায় আমাদের পদোন্নতি ও গ্রেড উন্নীতকরণ বন্ধ রয়েছে। এই সমস্যা সমাধানের জন্য নানা অজুহাতে ঝুলিয়ে রাখা নিয়োগ বিধি ২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবি করেন তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিদর্শক ও সহকারীদের অধিকার আদায় পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইমরুল হক, জেলা শাখার সহসভাপতি মো. আরিফুল ইসলাম সুমন, সুমাইয়া সুইটি, সাজেদা আক্তার, মানিক মিয়া, জাহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম প্রমূখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com